বরিশাল বিএনপির ১৫ নেতাকর্মী আটক, গুরুতর আহত ২
কেন্দ্রীয় বিএনপি ডাকা সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে ঢাকায় বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের সূত্র ধরে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত দুজন হলেন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাপ্পী ও ছয় নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য মানিক।
বিজ্ঞাপন
আহত হওয়ার পরপরই তাদের ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ আরও কয়েকজন।
তবে কীভাবে তারা আহত হলেন সে বিষয়ে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বক্তব্যের জন্য কল করা হলেও তারা রিসিভ করেননি। তবে অন্য নেতারা দাবি করেছেন, নয়াপল্টন এলাকায় পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন তারা।
বিজ্ঞাপন
এদিকে, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ছয় নেতাকে পুলিশ আটক করেছে। শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য লঞ্চ থেকে নেমে ঢাকায় প্রবেশকালে সদরঘাট থেকে বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জোমাদ্দার, রেজাউল করিম রেজা, বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আল আমিন হাসান ও সেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের নয় নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল ফরাজিকে আটক করে পুলিশ।
আর মহাসমাবেশের উদ্দেশে যাত্রাকালে সেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব আহাদুল ইসলাম তাজ ও যুগ্ম আহ্বায়ক মাসুদ শরিফকে বরিশাল নগরীর চৌমাথা বাজারের সামনে থেকে আটক করে পুলিশ।
অন্যদিকে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার গৌরনদীতে দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার ও বাসায় তল্লাশি চালানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, উপজেলার মাহিলাড়া গ্রামের সুন্দর আলী খানের ছেলে বিএনপি নেতা শাহাদাত খান ও কটকস্থল গ্রামের নুর মোহাম্মদ মোল্লার ছেলে বিএনপি নেতা দেলোয়ার মোল্লা।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার তালুকদার জানান, শুক্রবার (২৭ অক্টোবর) রাত ১টার দিকে তার কমলাপুরের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। একই সময় বিএনপি নেতা হায়দার তালুকদারের বাসায়ও তল্লাশি চালানো হয়।
অবশ্য বিস্ফোরক দ্রব্য আইনের একটি পুরোনো মামলায় শুক্রবার পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের কথা জানান গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। যাদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ঢাকায় গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির-সহযোগী সংগঠনের সাত নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার তালুকদার। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
সৈয়দ মেহেদী হাসান/কেএ