বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের প্রতিবাদে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা ও কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। রোববার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শহ‌রের কা‌লিবা‌ড়ি থে‌কে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহ‌রের চৌরাস্তার দি‌কে যেতে চাই‌লে পু‌লিশ মি‌ছিল‌টি বাধা দেয়। 

এক পর্যা‌য়ে মি‌ছিলকারীরা পু‌লিশ‌কে লক্ষ্য ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ কর‌লে পু‌লিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ারসেল নি‌ক্ষেপ ক‌রে। এ‌তে আ‌ন্দোলনকারী‌রা ছত্রভঙ্গ হ‌য়ে যায়। এক পর্যায়ে তারা পা‌নি উন্নয়ন বো‌র্ডের সাম‌নে অবস্থান নেন। এরপর মি‌ছিলকারীদের স‌ঙ্গে পুলিশের ক‌য়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ত‌বে এ ঘটনায় দুই প‌ক্ষের হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ফিরোজ ক‌বির ব‌লেন, মি‌ছিলকারী‌দের ছত্রভঙ্গ কর‌তে পু‌লিশ রাবার বু‌লেট ছুড়েছে। ঘটনাস্থ‌লে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়েন করা হ‌য়ে‌ছে।

আরিফ হাসান/আরকে