আগুনে পুড়েছে শেখেরচর-বাবুরহাটের ১০৪ দোকান, তদন্ত কমিটি গঠন
দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বণিক সমিতির পুরাতন অফিস গলিতে আগুন লাগে। খবর পেয়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত ১০৪টি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নরসিংদীর উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ ঘটনায় ক্ষয়ক্ষতি হওয়া ঘরের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। আগুনের কারণ, ক্ষয়ক্ষতি, মালামাল উদ্ধারের সার্বিক বিষয় জানতে নরসিংদী ডিসি অফিস কর্তৃক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীকে প্রধান করে পুলিশ, ফায়ার সার্ভিস, বণিক সমিতিসহ সংশ্লিষ্টদের সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরেজমিনে বাজারের ব্যবসায়ী, বণিক সমিতির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি শুক্র থেকে রোববার পর্যন্ত পাইকারি এই হাটে চলে বেচাকেনা। হাটের শেষ দিন রোববার দিবাগত রাত ১১টার দিকে হঠাৎ বণিক সমিতির পুরাতন অফিসের গলিতে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের গলির ৮০ থেকে ৯০টি দোকানে। ভয়াবহ আগুনের ধোঁয়া ও লেলিহান শিখায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান মালিকরা লোকজন নিয়ে মালামাল সরানোর চেষ্টা ও আগুন নেভানোর কাজে নামেন। অনেক ব্যবসায়ী আগুনের ভয়াবহতা দেখে কান্নায় ভেঙে পড়েন।
খবর পেয়ে পর্যায়ক্রমে মাধবদী ও নরসিংদীসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। বাজারের গলিতে প্রবেশের রাস্তা সরু এবং রাস্তায় থাকা সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রিজার্ভ ট্যাংকের পানি ও পাশের পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তন্ময় সাহা/আরএআর