গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়াগড়িয়া মাস্টার বাড়ি এলাকায় কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৭ থেকে ৮টি সিটসহ বাসের ছাদের অংশ পুড়ে যায়।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টায় রাজা-বাদশা পরিবহন নামের ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাজা বাদশা কাউন্টারের ব্যবস্থাপক অভি আরাফাত অনিক জানান, ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে প্রতিদিনই রাজা বাদশা পরিবহনের বাস পাবনার উদ্দেশ্য চলাচল করে। প্রতিদিনের মত সন্ধ্যা ৭টায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ১১জন যাত্রী নিয়ে বাসটি পাবনার উদ্দেশ্য রওনা দেয় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় গড়গড়িয়া মাস্টার বাড়ি কাউন্টারে এসে পৌঁছায়। সেখান থেকে যাত্রী নেওয়ার সময় পৌনে আটটার দিকে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে বাসের পেছনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। আশপাশ থেকে পানি এনে বাসের পেছনের অংশের জানালার গ্লাস ভেঙে আগুন নেভানো হয়। ততক্ষণে আগুনে ৭ থেকে ৮টি সিট ও ছাদের অংশ পুড়ে যায়। আগুন দেয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা ১১জন যাত্রী দ্রুত নেমে পড়ায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

মাওনা হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।

গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিহাব খান/এমটিআই