সরকার পতনের একদফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেটেও ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩১অক্টোবর) অবরোধ কর্মসূচির শুরুতে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন অবরোধকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর ধর্মদা গ্রামের রাস্তার সামনে টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় ঢাকা-সিলেট মহাসড়ককে যানজট সৃষ্টি হয়।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা (পিপিএম) বলেন, টায়ারে আগুন জ্বালিয়ে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

মাসুদ আহমদ রনি/আরকে