ফাইল ছবি

চুয়াডাঙ্গা সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একরামুল (৪০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নেহালপুর স্কুলমাঠ সংলগ্ল রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একরামুল সদর উপজেলার শ্রীকোল-বোয়ালীয়া গ্রামের হান্নানের ছেলে এবং আহত জসিম উদ্দিন (৩৫) নেহালপুর গ্রামের মোবারক আলীর নাতি ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে একরামুল ও জসিম বাড়ি ফিরছিলেন। নেহালপুর স্কুল মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পাশে থাকা (ফুটবল খেলার জন্য) গোলপোস্টের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব আর সালাম বলেন, হাসপাতালে নেয়ার আগেই একরামুলের মৃত্যু হয়। আহত জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এসপি