কাদের মির্জা চাকরি না দিয়ে মামলা দিচ্ছেন : বাদল
কোম্পানীগঞ্জে ত্রাণ বিতরণ
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেছেন, কাদের মির্জা নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচিত হলে কোম্পানীগঞ্জের প্রত্যেকটি পরিবারে একজন করে চাকরি দেবেন। নির্বাচিত হয়ে প্রত্যেক পরিবারে ৩/৪ টি করে মামলা দিয়েছেন।
রোববার (১১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার রামপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
মিজানুর রহমান বাদল আরও বলেন, কাদের মির্জার ৪৭ বছরের রাজনীতিতে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ থেকে ৪৭ হাজার নেতাকর্মীকে বিতাড়িত করেছেন। কাদের মির্জা নোংরা পথ বেছে নিয়েছেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রামপুর ইউনিয়নের অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাবেক ছাত্রলীগ নেতা আলাল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদুল হক কচি, মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি নূর-এ মাওলা রাজু।
হাসিব আল আমিন/ এমআইএইচ