ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকায় মসজিদের সামনে অটোরিকশা রেখে নামাজ পড়তে যান চাঁন মিয়া আকন। নামাজ শেষে এসে দেখেন তার অটোরিকশাটি নেই। এ ঘটনার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তার অটোরিকশাটি। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তিনি। অসহায় চাঁন মিয়া আকন শহরের কলাবাগান এলাকার বাসিন্দা।

গতকাল শনিবার (৪ নভেম্বর) মাগরিবের নামাজের সময় মসজিদের সামনে থেকে চুরি হয়ে যায় ৫৯ বয়সী চাঁন মিয়া আকনের অটোরিকশাটি। এ ঘটনায় পর থেকে অসহায় হয়ে পড়েছেন তিনি। তিনি দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তার উপার্জনেই চলে পাঁচ সদস্যের সংসার। 

চাঁন মিয়া আকন বলেন, গতকাল সন্ধ্যায় অটোরিকশা রেখে মাগরিবের নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখি আমার অটোরিকশা নাই। এটা দিয়েই আমার সংসার চলতো। অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি কোথাও পাইনি। গাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা জানান, এই অটোরিকশাটিই ছিল তার আয়ের প্রধান উৎস। নামাজে এসে যে অটোরিকশা হারাতে হবে এটা মানা খুব কষ্টকর। 

আরেক অটোরিকশাচালক মো. বাবুল হাওলাদার বলেন, চান মিয়া ভাই আমাদের সঙ্গে গাড়ি চালাতেন। গতকাল সন্ধ্যায় চোর তার গাড়িটি নিয়ে চলে গেছে। বর্তমানে তার আয় বন্ধ হয়ে গেছে।

ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির সাগর বলেন, গতকাল সন্ধ্যায় চাঁন মিয়ার আয়ের একমাত্র উৎস অটোরিকশাটি চুরি হয়েছে। আমরা শহরের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে চোরকে শনাক্ত করার চেষ্টা করছি। 

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দীন সরকার বলেন, অটোরিকশা চালক চাঁন মিয়া আকন থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এমএএস