ওজনে কম দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা
রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
রংপুরের পীরগাছা উপজেলাতে নিম্নমানের পণ্য সরবরাহসহ ওজনে কম দেওয়ার অভিযোগে সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত অভিযান থেকে এ জরিমানা গুনতে হয়েছে অসাধু ব্যবসায়ীদের।
রোবরার (১১ এপ্রিল) বিকেলে পীরগাছা সদর উপজেলা ও অন্নদানগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও আফসানা পারভিন পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন। পীরগাছা থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
বোরহান উদ্দিনের নেতৃত্বে পীরগাছা সদর বাজারে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়া ও নিম্নমানের পণ্য রাখার অভিযোগে মেঘলা স্টোর, মায়ের দোয়া স্টোর ও কনক স্টোরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মায়ের দোয়া প্রসাধনীকে ৫০০ টাকা এবং মাছ বিক্রেতা নির্মল ও মাংস বিক্রেতা হান্নানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া উপজেলার অন্নদানগর বাজারে চিড়া-মুড়ির দোকানে অভিযান চালিয়ে মালিককে ছয় হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক আফসানা পারভীন। এ সময় অভিযানে আসন্ন লকডাউন ও রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধে কঠোর অভিযান চালানোর ইঙ্গিত দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। অভিযানের সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যবসায়ীরা ওজনে কম দেওয়া ছাড়াও নিম্নমানের পণ্য বিক্রয় করে আসছিলেন। জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ফরহাদুজ্জামান ফারুক/এএম