চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার্কাসের পাগলা হাতির আক্রমণে মোসাব্বির নামে এক ১২ বছরের শিশু নিহত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু মোসাব্বির উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাতে সার্কাসের দুটি হাতির মধ্যে একটি হাতি ছুটে যায়। এ সময় শিশু মোসাব্বির হাতিটির সামনে পড়লে হাতির পায়ের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নাচোল ফায়ার সার্ভিসের সাব অফিসার গোলাম মোস্তফা জানায়, খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যাওয়া পাগলা হাতিটিকে ধরতে অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে তার সঙ্গে থাকা আরেকটি হাতি পাগলা হাতির কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এতেও কাজ না হলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, বগুড়া থেকে সার্কাসের দুটি হাতি নিয়ে সড়কে ঘুরছিল। রাতের অন্ধকারে একটি হাতি ছুটে যায় এবং বিভিন্ন এলাকায় ছোটাছুটি করে। সকালে মোসাব্বির পাগলা হাতির সামনে গেলে গেলে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। 

জাহাঙ্গীর আলম/এএএ