বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারবোঝাই ১৮ ড্রাম জ্বালানি তেলসহ (ডিজেল) দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) রাতে মোংলা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ফজলু মৃধার ছেলে হেলাল মৃধা (৩০) ও কামাল হোসেনের ছেলে রনি (২৫)।

পুলিশ জানিয়েছে, বন্দরের হারবাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে তেল (ডিজেল) পাচার করে ট্রলারবোঝাই করছে এমন খবরে অভিযানে নামে পুলিশ। অভিযানের সময় বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ট্রলার দ্রুত যেতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, পশুর নদীতে অভিযান চালিয়ে চোরাই তেলসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।

শেখ আবু তালেব/এনটি