গাইবান্ধা রেল স্টেশনে বেড়াতে গিয়ে শখের বসে ট্রেনে চড়ে বসেছিল দুই শিশু। কিছুক্ষণ পরই একে অপরের বন্ধু এই দুই শিশুকে নিয়ে ট্রেন ছুটতে শুরু করে।

ট্রেনে ভ্রমণের উত্তেজনায় নেমে যাওয়ার কথা মনে ছিল না তাদের। একপর্যায়ে ট্রেনটি গাইবান্ধা থেকে ওই দুই শিশুকে নিয়ে যায় বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে। পরে তাদের উদভ্রান্তের মতো ঘুরতে দেখে উদ্ধার করে পুলিশ।

পরে খোঁজখবর নিয়ে শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে শিশু দুটিকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগী এই দুই শিশু হচ্ছে আব্দুল খলিলের ছেলে শাকিল আহম্মেদ (১১) ও আব্দুস সালামের ছেলে রাশেদুল ইসলাম (১১)। তারা দুজনেই গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্টেশনে ট্রেন দেখতে আসা এই দুই শিশু পরস্পরের বন্ধু। গত বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন দেখতে তারা গাইবান্ধা স্টেশনে ঘুরতে যায়।

এরপর ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন স্টেশনে এসে দাঁড়ালে তারা তাদের শখ মেটাতে কিছুক্ষণের জন্য ট্রেনে উঠে পড়ে। কিন্তু নামার আগেই ট্রেনটি ছেড়ে দেয়। একপর্যায়ে দুই বন্ধু গল্প করতে করতে সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে যায়।

সেখানে নেমে বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিল না। ওই অবস্থায় তারা দুজনে প্লাটফর্মের এদিক-সেদিক ঘোরাফেরা করছিল। বৃহস্পতিবার রাতে স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের দেখে কথাবার্তা বললে পথহারা হওয়ার বিষয়টি জানা যায়। পরে তাদের থানায় নেওয়া হয়।

ওসি মোক্তার হোসেন বলেন, তাদের কাছে একটি মোবাইল নাম্বার পাওয়া যায়। ওই নাম্বারে কল দিয়ে শিশু দুটির পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার অভিভাবকরা এলে তাদের হাতে ওই দুই শিশুকে তুলে দেওয়া হয়।

আসাফ-উদ-দৌলা নিওন/টিএম