মুহুরি নদীতে ধরা পড়ল ২২ কেজির বোয়াল
২২ কেজি ওজনের বোয়ালটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়
ফেনীর পরশুরামে মুহুরি নদী থেকে ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরশুরাম উপজেলা সদরের বাজারে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে কয়েকজন জেলে মুহুরি নদীর কালিকাপুর এলাকায় মাছ ধরতে যান। নদীতে জাল ফেললে তখন অন্যান্য মাছের সঙ্গে ২২ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে।
বিজ্ঞাপন
পরশুরাম বাজারের মাছ ব্যবসায়ী আবদুল মান্নান জানান, বোয়াল মাছটি তিনি ২০ হাজার টাকায় কিনে নেন। মাছটির দাম ২৫ হাজার চাইলে সন্ধ্যায় ২৪ হাজার টাকায় বিক্রি হয়।
হোসাইন আরমান/এসপি
বিজ্ঞাপন