টেস্ট রিপোর্টে আগাম স্বাক্ষর, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে টেস্ট রিপোর্টে আগাম স্বাক্ষর রাখার দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এ জরিমানা করেন।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শহরের রংপুর সড়কের সান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন ও রিপোর্টে আগাম সই থাকায় প্রতিষ্ঠানটিকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অভিযানের খবর পেয়ে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের লোকজন পালিয়ে যায়।
বিজ্ঞাপন
এ সময় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চন্দন রায়, মোখলেছুর রহমান ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন সরকার উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানুষের স্বাস্থ্য নিয়ে হেলাফেলা আর সহ্য করা হবে না।
বিজ্ঞাপন
শরিফুল ইসলাম/আরএআর