বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা, সিভিল সার্জন ডা. ফজলুল হকসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সভায় প্রস্তুতি হিসেবে ঘূর্ণিঝড় মোকাবিলায় সংকেত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা প্রচারে মাইকিং করা। উপকূলের মানুষকে বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকায় যারা বসবাস করছেন তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা। নদী ও সমুদ্রে সব প্রকার মাছ ধরা ট্রলারকে উপকূলের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা। উপকূলের ইউনিয়নগুলোর জনপ্রতিনিধি এবং সব সেচ্ছাসেবী সংগঠনকে প্রস্তুতসহ সব দপ্তরের কর্মকর্তাদের দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ দায়িত্ব পালন করতে বলা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের গতি এবং সংকেতের দিকে আমরা বিশেষ নজর রেখেছি। সবাইকে প্রস্তুত থাকতে হবে, যাতে হঠাৎ দুর্যোগ বেড়ে গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। এছাড়া জরুরি প্রয়োজনে বিশুদ্ধ পানি ও ত্রাণ-কার্যক্রমের বরাদ্দ করা অর্থ এবং চাল বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

আব্দুল আলীম/এসএম