দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ শুরু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার কালীসিমা এলাকায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এবং ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম জানান, সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ের সময় কালীসিমা এলাকায় গাছ উপড়ে রেললাইনে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আরএআর
বিজ্ঞাপন