চাকরির ইন্টারভিউ দিতে এসে শিশু হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ৬ বছরের শিশু হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে টঙ্গীর বিসিক শিল্প নগরীর একটি কারখানায় ইন্টারভিউ (চাকরির পরীক্ষা) দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার সুজানগর উপজেলার ভাতশালা গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৯)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকার খালেদ মাহমুদ রাসেলের ছেলে বায়েজিদ হোসেন (৬) হত্যার প্রধান আসামি।
বিজ্ঞাপন
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের হরিণাচালা এলাকায় ১১ নভেম্বর শিশু বায়েজিদকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির সিঁড়ির কোণায় মরদেহ লুকিয়ে রেখে ভাড়াটিয়া আরিফুল পালিয়ে যান। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার দুপুরে টঙ্গী বিসিক শিল্প নগরী এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নিহত শিশুর পরিবার ও গ্রেপ্তারকৃত আরিফুল একই বাসায় ভাড়া থাকতেন। ১১ নভেম্বর বিকেলে রাগের মাথায় আরিফুল শিশুকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ পলিথিনে ভরে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে ওইদিন শিশু বায়েজিদ হোসেনকে না পেয়ে তার বাবা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিখোঁজের দুদিন পর সোমবার (১৩ নভেম্বর) ভোরে তাদের বাড়ির সিঁড়ির নিচ থেকে শিশু বায়েজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
শিহাব খান/আরকে