আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন ২৬ জন মনোনয়ন প্রত্যাশী। 

শনিবার আ.লীগের সভাপতি শেখ হাসিনার মনোয়ন পত্র সংগ্রহ করার পর সারাদেশে একযোগে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছে। অপরদিকে দলীয় নীতিমালা অনুযায়ী সোমবার (২০ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পাভীন সেঁজুতি, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মীর মোশতাক আহম্মেদ রবি, যুগ্ম-সম্পাদক সাবেক ছাত্রনেতা আ হ ম তারেক উদ্দীন ও সাবেক সচিব শাফী আহম্মেদ।

সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডা: রুহুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, ইউসুফ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন।

সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয় ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, আওয়ামী লীগ নেতা বাবলুর রহমান, শফিউল আযম লেলিন, মাসুদা খানম মেধা ও আনিছুর রহমান আনিছ।

এদিকে আওয়ামী লীগের পাশাপাশি মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নেতারা। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-২ (সদর) থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভিন।

সোহাগ হোসেন/আরকে