ফরিদপুরের মধুখালীতে অবরোধ কর্মসূচির সমর্থনে আয়োজিত মশাল মিছিল থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর কামারখালী এলাকায় এ মিছিল হয়। পরে পুলিশ ওই মিছিল থেকে উপজেলা বিএনপির আট নেতাকর্মীকে আটক করে।

নির্বাচনী তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি দেশব্যাপী ষষ্ঠবারের মতো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এ অবরোধ  বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়ার কথা। 

এদিকে ফরিদপুর-১(বোয়ালমারী আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর সোমবার বিএনপি ত্যাগ করে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এজন্য মশাল মিছিলে তাকেও ধিক্কার জানানো হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ও বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কামারখালী বাজার থেকে বিএনপির এ মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজার থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠে মধুখালীর দিকে এগুতে থাকে। তবে বাজার থেকে সামান্য সামনে এগিয়ে যাওয়ার পর আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে পুলিশের বাধায় মিছিলটি পণ্ডু হয়ে যায়।

জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ঢাকা পোস্টকে বলেন, পুলিশ মিছিল থেকে মধুখালী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নূরুন্নবী মিয়া, বিএনপি কর্মী কাইউম মিয়া, ইয়াকুব হোসেন, মো. আকিম, মিকাইল ও সোহানসহ বিএনপির আটজন নেতাকর্মীকে আটক করেছে।

তবে কাউকে আটকের কথা অস্বীকার করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিএনপি কোথাও মিছিল করেছে বলে তো আমার জানা নেই, আর আটকের প্রশ্ন তো পরে।

জহির হোসেন/এসকেডি