বগুড়ার ৩ আসনে আ.লীগের মনোনয়ন চান ১৯ জন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার তিনটি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৯ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ছাড়াও উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ আইনজীবীরা রয়েছেন।
গত ১৮ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) মনোনয়ন বিক্রি ও জমা শেষ হয়েছে।
বিজ্ঞাপন
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের ছয়জনের মনোনয়নপত্র কেনার খবর পাওয়া গেছে। এরা হলেন- বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব মুখপাত্র কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল সিআইপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মু. আব্দুর রাজ্জাক, মেধা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক শাহাজাদী আলম লিপি, সাবেক সংসদ সদস্য এসএম সিরাজুল ইসলাম সুরুজের ছেলে এস এম মুজাহিদুল ইসলাম বিপ্লব ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মশিউর রহমান লিজন।
তবে উপজেলা আওয়ামী লীগ বলছে, এ আসনে আরও অনেকে মনোয়নপত্র তুলেছেন। তবে তারা এখনই প্রকাশ করতে চাচ্ছেন না। সবমিলিয়ে এই সংখ্যা অন্তত ১১ জন হবে।
বিজ্ঞাপন
বগুড়া-১ আসনের বর্তমান এমপি সাহাদারা মান্নান শিল্পী বলেন, আমি এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছি। প্রধানমন্ত্রী যেটা করবেন সেটাতেই আলহামদুলিল্লাহ। জননেত্রী শেখ হাসিনা নমিনেশন আমাকে না দিলেও যাকেই দিক, সব নেতাকর্মী তার সাথেই থাকবে। আমিও সেই প্রার্থীর পক্ষে থাকব। তার হয়েই কাজ করব।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ছয় আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুল হক, যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবাশ্বার হোসেন স্বরাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাতজন ফরম তুলেছেন। তারা হলেন- আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, সহসভাপতি অজয় কুমার সরকার, সদস্য নাহিদ সুলতানা তৃপ্তি, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মাহবুবা নাছরিন রুপা, বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তবিবর রহমান তবি।
আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু বলেন, এ আসনের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলাবাসী চাইছেন যে আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিই। তাদের প্রত্যাশা পূরণ করতে আমি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী হতে চাই। অনেকদিন ধরে আমি দল ও দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণের বিপদে আপদে পাশে আছি। ত্যাগের মূল্যায়ন হলে আমি মনোনয়ন পাব এবং বিপুল ভোটে নির্বাচিত হব।
একই উপজেলার আওয়ামী লীগের সদস্য ও সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, দলীয় মনোনয়ন না পেলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে অনড় থাকব। যাকেই তিনি (প্রধানমন্ত্রী) মনোনীত করবেন তাকেই নির্বাচিত করতে কাজ করব।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এর মধ্যে বগুড়ায় মনোয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আসাফ-উদ-দৌলা নিওন/আরএআর