দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিভিন্ন পর্যায়ের ৩৩ জন নেতা। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন চেয়েছেন  আটজন। সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে। এ আসন থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ মনোনয়ন চেয়েছেন ১৪ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন চেয়েছেন ১১ জন।  

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গত ১৮-২১ নভেম্বর পর্যন্ত মুখরিত ছিল। আগামী ২৩ নভেম্বর দলটির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই প্রার্থী তালিকা প্রকাশ শুরু হবে। 

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আটজন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সাবেক সচিব মো. জিল্লার রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানি, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়া ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ১৪ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদ, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তুফা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফসার আলী, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসা. হালিমা খাতুন, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন মন্ডল, নারী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা ও ছাত্রনেতা সাকলায়েন আলম।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল লতিফ, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম সরকার, রাজশাহীর মতিহার থানা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল আলম ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৫৯ জন ও নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৪২৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) তিন উপজেলা নিয়ে গঠিত আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৩৫৬ জন ও নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৭১৫ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪ লাখ ৪৯ হাজার ৯৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৭ হাজার ২৬৩ জন ও নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৭০৫ জন।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। ওই দিন বেলা ১১টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

জাহাঙ্গীর আলম/আরএআর