গণপরিবহন চালক-শ্রমিকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ

লকডাউনে কর্মহীন গণপরিবহন চালক-শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহারসামগ্রী বিতরণ করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন। এ সময় তিনি বলেন, পরিবহন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে ৩ শতাধিক গণপরিবহন চালক-শ্রমিকদের মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

৩ শতাধিক চালক-শ্রমিকদের সহায়তা

মেয়র শহিদ উল্যাহ খাঁন আরও বলেন, সম্প্রতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিবহন চালক-শ্রমিকরা। দীর্ঘ লকডাউনে কর্মহীন, দরিদ্র ও ত্রাণবঞ্চিত চালক-শ্রমিকদের পরিবার দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে।

তিনি বলেন, অন্যান্য গাড়ি চলার সুযোগ পেলেও দূর পাল্লার পরিবহন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এমএসআর