সুনামগঞ্জের ৫ আসনের তিনটিতেই নতুন মুখ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচ আসনের তিনটিতে মনোনয়ন পেয়েছেন নতুন তিনপ্রার্থী। নতুন মুখের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে স্থান পেয়েছেন অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ স্থান পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন সরকারের সদ্য সাবেক কর্মকর্তা ড. মোহাম্মদ সাদিক।
বাকি দুইজনের একজন সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ-৫ আসনের চার বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এবার দলের মনোনয়ন থেকে বাদ পড়েছেন সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য।
বিজ্ঞাপন
জেলায় নতুন করে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে সুনামগঞ্জ-৪ আসন। এতো বছর ধরে এই আসনটি শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে আসছিল আওয়ামী লীগ।
সুনামগঞ্জে নতুন মুখ যারা
বিজ্ঞাপন
সুনামগঞ্জ-১
সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে টানা তিনবারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের জায়গায় স্থান পেয়েছেন অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। রঞ্জিত বর্তমানে সিলেট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য।
সুনামগঞ্জ-২
সুনামগঞ্জ-২ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আসন। তিনি এই আসন থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর পর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী জয়া সেন গুপ্তা। তবে বয়স বেড়ে যাওয়ায় এবার বাদ পড়েছেন তিনি। তার পরিবর্তে এই আসনে নৌকার মাঝি হয়েছেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। তবে মনোনয়ন জমাদানের আগে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আপন ছোট ভাই।
সুনামগঞ্জ- ৪
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর উপজেলা নিয়ে সুনামগঞ্জ-৪ আসন। দীর্ঘ বছর ধরে এ আসন শরীক দল জাতীয় পার্টিকে দিয়ে এসেছে আওয়ামী লীগ। তবে এবার জাতীয় পার্টির বদলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সরকারের সদ্য সাবেক কর্মকর্তা ড. মোহাম্মদ সাদিক। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে পিএসসির চেয়ারম্যান পদ থেকে অবসরে যান।
তিনটি আসন বাদে বাকি দুটি আসন সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ এ আগের সংসদ সদস্যদের উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ।
সোহানুর রহমান সোহান/এনটি