আবদুল কাদের মির্জা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘রমজান উপলক্ষে কয়েক হাজার মানুষের মাঝে ৪৫০ টাকা করে দেওয়ার কথা ছিল। হঠাৎ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তা স্থগিত ঘোষণা করা হয়। এ দেশে সব আইন, সব সিদ্ধান্ত গরিবের বিরুদ্ধে আর ধনীদের পক্ষে।’

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা ধনীদের ধনী আর গরিবদের গরিব বানাতে চান।’

আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘লকডাউন দিয়েছেন ভালো কথা, লকডাউন কি কেউ মানে? আপনারা কাল থেকে দেখবেন প্রত্যেকটা পাড়ায় ঘরের সামনে সিঁড়ির উপরে সব ছেলে-মেয়ে বসা। এটা কি লকডাউন? একটার পাশে একটা বসে আছে। দোকানে সাবান পানি নাই। এটা কোন লকডাউন? এই লকডাউন দিয়ে লাভ কী?’

বসুরহাট পৌর মেয়র বলেন, ‘করোনাভাইরাস আমাদের সঙ্গী হয়ে গেছে? টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হইতেছে। আমি বলছি স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দূরত্ব বজায় রেখে যদি এগিয়ে যাই; তাহলে অর্থনৈতিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব না।’

কাদের মির্জা আরও বলেন, ‘এ দেশে কি মাহাথির মোহাম্মদ আছে? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “আমি আমার দেশে হাসপাতাল তৈরি করে চিকিৎসা নেব।” আমাদের কি মাহাথির মোহাম্মদ আছে? নাই।’

গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনে আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি তিনবার মেয়র নির্বাচিত হন। নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের সমালোচনা করে আলোচনায় আসেন তিনি।

এরপর কাদের মির্জার সঙ্গে তার দলের বিরোধীপক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ দুইজন নিহত হন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে আদালতে। ৩১ মার্চ নিজের ফেসবুক আইডি থেকে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ ছাড়া তিনি আর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন না বলেও ঘোষণা দেন।

হাসিব আল আমিন/এমএসআর