নরসিংদীতে পুরোনোরাই হলেন নৌকার মাঝি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে নরসিংদীর পাঁচটি আসনের চারটিতেই বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে। পরিবর্তন এসেছে মাত্র একটি আসনে।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।
বিজ্ঞাপন
এবার নরসিংদী-১ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক)। তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
নরসিংদী-২ আসনে মনোনয়ন পেয়েছেন আনোয়ারুল আশরাফ খান দিলিপ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এবার তৃতীয়বারের মতো মনোনয়ন পেলেন।
বিজ্ঞাপন
নরসিংদী-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মো. ফজলে রাব্বি খান। তিনি সাবেক সংসদ সদস্য রবিউল আউয়াল কিরণ খাঁনের ছেলে ও সন্ত্রাসীদের গুলিতে নিহত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খানের ভাতিজা।
নরসিংদী-৪ আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বর্তমানে শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। টানা চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন তিনি।
নরসিংদী-৫ আসনে মনোনয়ন পেয়েছেন রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি টানা সপ্তম বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
তন্ময় সাহা/এএএ