চ্যালেঞ্জ করে বিজয়ী হওয়ার মাঝে আনন্দ আছে : মমতাজ
মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় আসেন তিনি। এর পর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিংগাইর পৌরসভার মেয়র আবুল নাঈম মো. বাশার, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
গত দুই দফায় এই আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মনোনয়নপত্র জমা দিয়ে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে মমতাজ বেগম বলেন, নির্বাচন মানেই চাপ, নির্বাচন মানেই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করে বিজয়ী হওয়ার মাঝে আনন্দ আছে, ভালো লাগা আছে। আওয়ামী লীগ মনে করে চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নৌকাবাইচ দিয়ে আওয়ামী লীগ বিজয়ী হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে এলাকায় উন্নযন কর্মকাণ্ড এবং ব্যক্তিগত আচরণের মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করে নিয়েছি। জনগণ নিশ্চয় সেই ভালোবাসার প্রতিদান দিয়ে এবারও তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।
সোহেল হোসেন/আরএআর