জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে ফাঁকা রাজশাহী। কিছু ওষুধ ও মুদি দোকান ছাড়া নগরীর সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে এ বিধিনিষেধ। চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। সকাল থেকেই প্রায় জনশূন্য পুরো নগরী। গণপরিবহন নেই বললেই চলে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

তবুও বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অহেতুক ঘর থেকে বেরোলেই পড়তে হবে জরিমানার কবলে। 

এদিকে, সকাল থেকেই নগরীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়েছে নগর পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। টহল দিচ্ছেন পুলিশের ভ্রাম্যমাণ দল। বিধি ভেঙে রাস্তায় বেরোলেই জেরা করছে পুলিশ। 

প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়েছে নগর পুলিশ

কঠোর এ নির্দেশনার কারণে বন্ধ রয়েছে নগরীর সব অফিস-আদালত। তবে চালু রয়েছে জরুরি সেবা কার্যক্রম। নিজস্ব পরিবহনে চলাচল করছেন জরুরি সেবার কর্মীরা।

বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকেই রাস্তায় রয়েছেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম। তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে তারা কাজ করছেন।

বিধিনিষেধ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হবার অনুরোধ জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর