নির্বাচনী আচরণ লঙ্ঘনের দায়ে এমপি ইব্রাহিমকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মুহাম্মদ আকবর হোসেন তাকে শোকজ নোটিশ দেন।
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য প্রদান করেছেন। এ ছাড়া আপনার পক্ষে উপস্থিত নেতাকর্মীগণ আপনার উপস্থিতিতে ভোট প্রার্থনাসহ প্রচারণামূলক বক্তব্য প্রদান করেছে যা বিভিন্ন অনলাইন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। উক্তরূপ কার্য দ্বারা আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ বিধি-৬(গ) ও ১২ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।
বিজ্ঞাপন
এমতাবস্থায়, উপর্যুক্ত কারণে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না তদ্বিষয়ে আগামী ৯ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টার সময় যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মুহাম্মদ আকবর হোসেনের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১-এ(৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হল।
প্রসঙ্গত, এইচ এম ইব্রাহিম ২০১৪ সাল থেকে টানা দুইবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তার মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ২ জনের বাতিল হয়।
হাসিব আল আমিন/এমজে