গঙ্গা-কপোতাক্ষ সেচ খাল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গঙ্গা-কপোতাক্ষ সেচ খাল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। বুধবার (১৪ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন।

মৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফরজন মন্ডল (৫৫)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মৃত সাবের হোসেন মন্ডলের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন বলেন, মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়ে ফরজন মন্ডল ফেরেননি। পূর্বশত্রুতা কিংবা জমি সংক্রান্ত জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, বুধবার সকালে  পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরাম মর্গে পাঠানো হয়েছে ওই মরদেহ। তার পরিচয় পাওয়া গেছে। 

রাজু আহমেদ/এএম