নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দিনব্যাপী মোট ১৩টি অভিযান পরিচালনা করেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। বুধবার (১৪ এপ্রিল) লকডাউনের প্রথমদিন কঠোর অবস্থানে ছিল নোয়াখালী জেলা প্রশাসন।

এদিন নোয়াখালী জেলাজুড়ে অভিযান পরিচালনা করে ৭৬টি মামলায় এক লাখ ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের তত্ত্বাবধানে বুধবার নোয়াখালীতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ব্যাপক অভিযান পরিচালিত হয়।  নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দিনব্যাপী মোট ১৩টি অভিযান পরিচালনা করে ৭৬টি মামলায় এক লাখ ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন। 

এছাড়াও উপজেলাগুলোতে অভিযান পরিচালনা করেন স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। 

এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যরা  সহযোগিতা করেন। 

হাসিব আল আমিন/আরএআর