রূপগঞ্জে ১০ টাকা কেজির চাল বিতরণ শুরু
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জেও হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় বুধবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার চনপাড়া এলাকায় এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান।
বিজ্ঞাপন
এ সময় ডিলার জাকির হোসেনের মাধ্যমে কার্ডধারী প্রতিটি পরিবারকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মাহবুবুর রহমান ভূঁইয়া/আরএআর