রাজবাড়ীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতাদের সংবর্ধনা
রাজবাড়ীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জেলার শ্রেষ্ঠ আটজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো.আজমীর হোসেন।
বিজ্ঞাপন
পরে রাজবাড়ী জেলা পর্যায়ে অর্থনীতিতে সাফল্য অর্জনের জন্য লাইলা পারভীন খান (রাজবাড়ী সদর), শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিথী সেন (বালিয়াকান্দি), সমাজ উন্নয়ন ক্ষেত্রে মিসেস সাহানা বেগম, সফল জননী ক্ষেত্রে তরুলতা বিশ্বাস (বালিয়াকান্দি), নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে মোছা. আসমা বেগম (কালুখালী) ও রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে তাহমিনা পারভীন, সফল জননী ক্ষেত্রে নাসিমা আখতার, নির্যাতনের বিভীষিকা হতে উত্তরণ ক্ষেত্রে জাহানারা বেগমকে ক্রেস্ট, সনদপত্র প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।
মীর সামসুজ্জামান সৌরভ/এএএ
বিজ্ঞাপন