বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। সর্ম্পকে তারা চাচা-ভাতিজা।

রোববার (১০ ডিসেম্বর) নগরীর এম এ গফুর সড়কের যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুনের বাস ভবন কম্পাউন্ডে সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় এই আহ্বান জানান তিনি।  

আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, অনেকরকম বিভ্রান্ত করবে, নেতাকর্মী ও ভোটারদের প্রতারিত করবে। আমার অনুরোধ থাকবে এই বিভ্রান্তি ও প্রতারণা থেকে বিরত থাকবেন।

সিটি করপোরেশন নির্বাচনে তাকে (সাদিক আব্দুল্লা) মনোনয়ন দেয়নি। সংসদ নির্বাচনেও মনোনয়ন চেয়েছিল তাও পায়নি। মেয়র থাকাকালীন গত পাঁচ বছরে কিছুই আনতে পারেনি। এখন বরিশাল সদর আসনে এমপি হয়ে সে কি আনবে?

মেয়র বলেন, আপনারা কখনোই তার (সাদিক আব্দুল্লাহ) পাতা ফাঁদে পা দেবেন না। আমি বিশ্বাস করি পানিসম্পদ প্রতিমন্ত্রী (জাহিদ ফারুক) পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে এই এলাকার ভাগ্য উন্নয়নে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারবো। আমরা নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করতে পারবো।

তিনি বলেন, আমরা এখানে সেবা দিতে চাই, উন্নয়ন করতে চাই, মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। রাজনীতি আমাদের কাছে আদর্শ। যারা অনেক রকম প্রলোভন দেখাবে, অনেক রকম বেচাকেনা করবে আপনরা সেই ফাঁদে পা দেবেন না।

আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের ওপর যে বিশ্বাস, আস্থা রেখেছেন আমাদের প্রচেষ্টা থাকবে তার সেই বিশ্বাস আস্থাকে সম্পূর্ণভাবে রক্ষা করতে।

সাদিক আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, দুঃখও লাগে আবার হাসিও পায়, সে (সাদিক আব্দুল্লাহ) আবার নতুন করে দায়িত্ব পালন করবে! কিছু লোক আছে তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াবে। বিভিন্ন লোক উস্কানি দেবে, নেতাকর্মীরা সংযতভাবে সেগুলো মোকাবিলা করবেন।

বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকও যোগ দেন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির, সদস্য আনিস উদ্দিন শহীদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কাছে দুই দফায় মনোনয়ন চেয়েও না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ। তিনি সদ্য সাবেক মেয়র। তার দায়িত্ব পালনকালে নগরীর কোনো উন্নয়ন করতে না পারা এবং খলিফা বাহিনী গঠন করার বিস্তর অভিযোগ রয়েছে। এদিকে আমেরিকায় তার বাড়ি থাকার কথা হলফনামায় উল্লেখ না করায় মনোনয়ন বাতিল পেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আবার জাহিদ ফারুকের মনোনয়ন বাতিল চেয়েও কমিশনে পাল্টা অভিযোগ করেছেন সাদিক আব্দুল্লাহ।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস