সচল ভোমরা বন্দর
ভারত থেকে বন্দরে ট্রাক প্রবেশ করছে
লকডাউনের কোনো প্রভাব নেই সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। স্বাভাবিক নিয়মেই বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে পণ্যবাহী ট্রাক ভারত থেকে বন্দর দিয়ে দেশে প্রবেশ শুরু করেছে। তবে বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সরকারি ছুটি থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।
ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন বলেন, লকডাউনের কোনো প্রভাব পড়ছে না বন্দরে। বন্দরে আমদানি রফতানির ক্ষেত্রে সরকারের কোনো বিধিনিষেধ নেই। সে কারণে আমদানি ও রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী বলেন, লকডাউনের প্রথম দিন বুধবার পহেলা বৈশাখের সরকারি ছুটি থাকায় বন্দরের কার্যক্রম ছিল বন্ধ। বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় দিনে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ শুরু করেছে। বেলা ১১টা পর্যন্ত ৩৫টি ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, রমজান মাস উপলক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে আমদানি রফতানি কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। স্বাভাবিক নিয়মে বন্দরে ভারত থেকে ৩৫০-৪০০ পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে। আমদানি করা পণ্যের মধ্যে আদা, পেঁয়াজ, পাথর ও চাল আমদানি বেশি হয়। রাজস্ব আদায় হয় ৩ কোটির একটু কম বা বেশি। লকডাউনের কারণে আমদানি-রফতানি বা রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এসপি