রংপুরে ভোক্তার অভিযানে পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
ভারত থেকে রপ্তানি বন্ধের ঘোষণায় এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ বাড়ায় ক্রেতার হাঁসফাঁস অবস্থা। ক্রেতার এমন পরিস্থিতি ঠেকাতে সারা দেশের মতো রংপুরেও অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর।
সোমবার (১১ ডিসেম্বর) রংপুর নগরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সরকারি সংস্থাটি। এ সময় অতিরিক্ত দামের আশায় পেঁয়াজ মজুদ করে না রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
বিজ্ঞাপন
রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় জানায়, সোমবার বিকেলে নগরীর মাহিগঞ্জ, লালবাগ ও সিটি বাজারে অভিযান করে ক্রয় রসিদের সঙ্গে বিক্রির মূল্য তালিকায় অমিল, মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ ব্যবসায়ীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আজহারুল ইসলাম জানান, কয়েকদিন থেকে পেঁয়াজের বাজারে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোববারের অভিযানের ফলে আজকে (সোমবার) কেজিতে প্রায় ৬০ থেকে ৭০ টাকা কমেছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, খুচরা বাজারে গত দুইদিন ২৩০ থেকে ২৪০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল। আজ (সোমবার) আমরা ইন্টেলিজেন্স এর কাছ থেকে তথ্য নিয়েছি এবং নিজেরাই বাজার মনিটরিং করছি। বর্তমানে পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গতকাল রোববার (১০ ডিসেম্বর) বিকেলে নগরের সিটি বাজারে অভিযানের সময় এক ব্যবসায়ীর ১৩০ টাকার পেঁয়াজ ২০০ টাকায় বিক্রির প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুত করা পেঁয়াজ ১৫০ টাকা দরে বিক্রির নির্দেশ দেয় ভোক্তা। এরপরই সেই পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পরে ক্রেতারা।
ফরহাদুজ্জামান ফারুক/এএএ