পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মার মাঝামাঝি ডুবো চরে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে বনলতা নামের একটি ফেরি। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ঘটেছে এ দুর্ঘটনা।

এদিকে এর পরপরই এ জাতীয় অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে মঙ্গলবার  (১২ ডিসেম্বর)  রাত সোয়া ১২ টা  থেকে সেই নৌরুটে  সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর)  রাত ১ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে পদ্মায় কুয়াশা পড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে তাই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পদ্মায় ঘন কুয়াশার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতেই পাটুয়ারিয়া ঘাট এলাকায় মাওলা, এনায়েতপুরি, খান জাহান আলী, কেরামত আলী, মাধবী,ফরিদপুর ও হামিদুর নামের ফেরি নোঙর করে রাখা হয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় শাহ পরান, বরকত,রজনী ও হাসনা হেনা নামের ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে এ রুটে ফের ফেরি চলাচল শুরু হবে।

প্রতিনিধি/ এসএমডব্লিউ