শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
জানা যায়, শরীয়তপুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে গতরাত সাড়ে ১১টায় একটি ফেরি ছেড়ে যায়। কিন্তু এরপর ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে মাঝ নদীতে কোনো ফেরি নোঙ্গর করা ছিল না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
সাইফ রুদাদ/আরকে