পরিবারের সদস্যদের অচেতন করে মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
খুলনার কৈয়াবাজার এলাকায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে মেয়েকে ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে মহানগরীর হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন- গোবিন্দ ফৌজদার (৩০), মিঠুন বিশ্বাস (৩৫) ও ধীমান ফৌজদার (৩৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার সংলগ্ন বাঁশগোলার পাশে অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তারা স্প্রে করে সবাইকে অজ্ঞান করে তার বাগদত্তা মেয়েকে ধর্ষণ করে। দুর্বৃত্তরা বাড়ি থেকে নগদ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ধর্ষণের শিকার মেয়েটিকে গোবিন্দ নামে একজন যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে মেয়ের পরিববার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনজন মিলে তাকে ধর্ষণ করেছে। ধর্ষণের শিকার মেয়েটি গোবিন্দকে শনাক্ত করেছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় গোবিন্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মামলার বাদী উদ্ধার করা মালামাল শনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি গোবিন্দ ফৌজদার, মিঠুন বিশ্বাস ও ধীমান ফৌজদার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
মোহাম্মদ মিলন/জেডএস