গাইবান্ধা কারাগার

হাইকোর্টের ভুয়া জামিননামা বানিয়ে হত্যা মামলার এক আসামিকে জামিনের চেষ্টা মামলার তালিকাভুক্ত আসামি গাইবান্ধার কারারক্ষী মোজাম্মেল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। 

তিনি বলেন, সকালে কারারক্ষী মোজাম্মেল হক জেলা কারাগারে যাওয়ার পথে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের জেলখানা মোড় থেকে গ্রেফতার করা হয়। পরে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে ঢাকা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। কিছুক্ষণ আগে বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা।

তবে কেন বা কী কারণে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে; তার বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি। গ্রেফতার মোজাম্মেল হক গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। তিনি গাইবান্ধা জেলা কারাগারে কারারক্ষী।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, ২০১৯ সালে কারারক্ষী মোজাম্মেল হক ঠাকুরগাঁও কারাগারে কর্মরত থাকাকালীন হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরি করেন। পরে সেই জামিননামা আদালতে উপস্থাপন করে কারাবন্দি হত্যা মামলার এক আসামির জামিনচেষ্টা করেন মোজাম্মেল হক। এ ঘটনায় মামলার তালিকাভুক্ত আসামি তিনি। প্রতারণা করে হত্যা মামলার আসামির জামিনচেষ্টার ঘটনাটি অধিকতর তদন্তের জন্য ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গাইবান্ধার জেল সুপার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ঠাকুরগাঁও থাকাকালীন হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরির মামলায় মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে। ঢাকার একজন পুলিশ কর্মকর্তা মুঠোফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন।

রিপন আকন্দ/এএম