কুড়িগ্রামের উলিপুরে ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক চাঁদ মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, জেলার উলিপুর উপজেলার গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ২০০৮ সালে মামলা রুজু হয়। ২০১৫ সালে আদালত উক্ত মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখা এলাকার চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে উক্ত আসামি বিভিন্ন জেলায় নানা ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন।  

পুলিশ আরও জানায়, পরবর্তী সময়ে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্নভাবে চেষ্টা অব্যহত রাখে। এরই ধারাবাহিকতায় চাঁন মিয়ার অবস্থান শনাক্ত করে গত রোববার (১৭ ডিসেম্বর) রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষুক সেজে ভিক্ষা করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে গত ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিল। উলিপুর থানা পুলিশের চৌকস তদন্তে উক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কুড়িগ্রাম জেলা পুলিশ। অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেন তাদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

জুয়েল রানা/আরকে