দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আলাউদ্দিন মৃধা। আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি ও নাটোরের অন্যান্য আসনে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুনদের মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে দাবি করে এ সিদ্ধান্তের কথা জানান আলাউদ্দিন মৃধা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

জাতীয় পার্টির প্রার্থী আলাউদ্দিন মৃধা বলেন, ‘ত্যাগীদের বাদ দিয়ে নাটোর-১ ও নাটোর-২ আসনে নতুনদের মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার বিষয়ে তারা বিভিন্ন পোপাগান্ডা ছড়াচ্ছে। যার কারণে সাধারণ নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। এতে আমিও মর্মাহত হয়েছি।’

জেলা জাতীয় পার্টির এই সভাপতি বলেন, ‘এছাড়া জাতীয় পার্টির ৫০টির বেশি আসনের দাবি থাকলেও শেষ মুহূর্তে মাত্র ২৬টি আসন দেওয়া হয়েছে। যার ফলে জাতীয় পার্টির আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মনে করি। দলের বেশির ভাগ নেতাকর্মীরা নির্বাচন বর্জনের পক্ষে থাকলেও কিছু নেতা দলের হাইকমান্ডকে ভুল পথে পরিচালিত করছে। তাই নির্ধারিত দিনে মনোনয়ন প্রত্যাহার করতে না পারায় আজ আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিলাম।’ 

এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রকিব উদ্দিন কমল, নাটোর পৌর জাতীয় পার্টির সভাপতি আবদার হোসেন, বড়াইগ্রাম উপজেলা সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বনপাড়া পৌর সভাপতি সাইফুল ইসলাম ও বড়াইগ্রাম পৌর সভাপতি সোহরাব হোসেন মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আওয়ামী লীগের ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা, আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস ট্রাক ও মো. জাহিদুল ইসলাম ঈগল, তৃণমূল বিএনপির মো. আব্দুল খালেক সরকার সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (ডাব), বিএনএমের গাজী আবু সায়েম রতন নোঙর, জাতীয় পার্টির (জেপি) এস এম সেলিম রেজা বাইসাইকেল ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদ দোলনা প্রতীকে নির্বাচন লড়ছেন।

গোলাম রাব্বানী/কেএ