পদ্মায় ধরা পড়ল ২৯ কেজির বাঘাইড়
জেলের জালে ধরা পড়ে ২৯ কেজি ওজনের বাঘাইড়
নাটোরের লালপুরের পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাইড়। শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে লালপুরের স্থানীয় জেলেরা পদ্মা নদী থেকে বাঘাইড়টি শিকার করে পার্শ্ববর্তী বাঘাবাজারের মাছ আড়তে নিয়ে যান।
সেখান থেকে ফজলুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী মাছটি ক্রয় করে দুপুরে বিক্রির জন্য নাটোর শহরে নিয়ে আসে। দুপুরের দিকে ভ্যানগাড়িতে করে মাছটি বিক্রির জন্য কেন্দ্রীয় মসজিদের সামনে প্রদর্শন করে রাখা হয়। এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমান।
বিজ্ঞাপন
এ সময় মাছ বিক্রির জন্য দায়িত্বে থাকা ব্যবসায়ী জাকির কেজিপ্রতি ১ হাজার দাম হাঁকলেও ক্রেতারা ৮০০ টাকা পর্যন্ত দাম বলেছেন।
তাপস কুমার/এমএসআর
বিজ্ঞাপন