মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী ৭ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত নৌকায় ভোট দেবেন। ফলাফল না নিয়ে কেউ ঘরে ফিরবেন না। কেউ কারো সঙ্গে কোনো ঝগড়া-বিবাদ কিংবা মারামারি করবেন না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের কালীর বাজারে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত সন্ত্রাসীরা নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। বাসে-ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে নৌকার বিজয় কেড়ে নিতে পারবে না। সুষ্ঠু ধারার কোনো রাজনৈতিক দল এই কাজ করতে পারে না। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে ও সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এসি মিজান ও আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুল প্রমুখ।

আনোয়ারুল হক/এএএ