বাগেরহাটে ২৯ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
বাগেরহাটের রামপালে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ শফিকুল শেখ (৩০) নামে এক চোরা শিকারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
বিজ্ঞাপন
এ সময় নৌকা তল্যাসী করে সাড়ে ২৯ কেজি হরিণের মাংস পাওয়া যায়। পুলিশ তাদের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকাটি জব্দ করে।
রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ছাড়া আদালতের নির্দেশে জব্দ হরিণের মাংস কেরোসিন দিয়ে ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞাপন
শেখ আবু তালেব/এএএ