ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, অতীতের মতো আজও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজও অনেকেই মনে করছে, বাংলাদেশের ক্ষমতার মালিক আপনি আমি এ দেশের কৃষক শ্রমিক কুলি মজুরেরা নয়। বাংলাদেশের ক্ষমতার মালিক হচ্ছে বিদেশের গুটি কয়েক মানুষ। বাংলাদেশের অনেকের কাছে, বিএনপি-জামায়াত অপশক্তির কাছে আপনার-আমার ভোট গুরুত্বপূর্ণ নয়। এদের কাছে আপনার আমার লাশ গুরুত্বপূর্ণ। এদের অনেকের কাছে এ দেশের সংবিধান গুরুত্বপূর্ণ নয়, এদের কাছে গুরুত্বপূর্ণ বিদেশি প্রেসক্রিপশন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, আজ প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আজ শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আপসহীন এক নেত্রী। পিতার মতোই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সারাবিশ্বে মাথা উঁচু করে কথা বলতে পারেন। আজ যখন ফিলিস্তিনের হাজার হাজার মানুষের অন্যায়ভাবে প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, তিনি সব রক্তচক্ষু উপেক্ষা করে এসব হামলার নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ করেছেন। বিশ্বের মোড়লদের চোখের ওপর চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা যুগে যুগে বাংলাদেশের ইতিহাসের নির্ধারক ছিল। আমরা রাজপথের ইতিহাসের নির্ধারক ছিলাম, আমরা আন্দোলনের ইতিহাসের নির্ধারক ছিলাম, আমরা নির্বাচনেও ইতিহাসের নির্ধারক। সে কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে। আন্দোলনের পরীক্ষায় ইতোমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তীর্ণ হয়েছে। এবার নির্বাচনের পরীক্ষায় ছাত্রলীগের নেতাকর্মীদের উত্তীর্ণ হতে হবে। আমরা বিশ্বাস করি, আমাদের নেতাকর্মীরা এ চ্যালেঞ্জ নিতে পারবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেই হিম্মত, ক্ষমতা রাখে।

বরুড়া হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুসসহ আরও অনেকে।

আরিফ আজগর/এসএসএইচ