খুলনা-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রশীদুজ্জামান বলেছেন, কাজই হলো শ্রেষ্ঠ ও সত্য জবাব। কাজ সত্য প্রমাণ করে দেয়। আমার কাজ দিয়ে অতীতে প্রমাণ করেছি। সুযোগ হলে ভবিষ্যতেও আমি কাজ দিয়ে প্রমাণ করব। কপোতাক্ষে নব্যতা আসবে কি আসবে না এবং ফসলি জমিতে লবণ উঠবে নাকি উঠবে না সেটা আমার কাজই প্রমাণ করবে। সবাইকে সেই পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি। 

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পাইকগাছা মাহমুদকাঠি কপোতাক্ষ নদের পাড়ে ‘নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় সংসদ সদস্য প্রার্থীদের অঙ্গীকার’ শীর্ষক ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী মো. আল আমিন। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ওয়াটার কিপার বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, অনির্বাণ লাইব্রেরি, কোস্টাল ভয়েস অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ভোটাররা উপস্থিত ছিলেন। 

মোহাম্মদ মিলন/আরকে