শিশুর হার্টের অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন লিপি ওসমান
সালমা ওসমান লিপি
সন্তানের জন্য জীবনের অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করেন বাবা-মা। এর কত শত উদাহরণ পাওয়া যাবে। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকার গার্মেন্টকর্মী পারভেজও ঠিক তেমনই এক উদাহরণ। যেখানে তিন বেলা খাবার জোগাড় করাই কঠিন সেখানে সন্তানকে বাঁচাতে ৩ লাখ টাকা সংগ্রহ করতে হাল ছাড়েননি তিনি।
হার্টে ব্লক আর ছিদ্র নিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ছেলেকে বাঁচাতে দিনরাত এক করেছেন পারভেজ। মানুষের সহযোগিতা ও পরিশ্রমে ৫০ হাজার টাকার ব্যবস্থা করলেও আরো আড়াই লাখ টাকা জোগাড় করাটা যেন অসম্ভই ছিল তার।
বিজ্ঞাপন
কিন্তু শেষ পর্যন্ত মমতাময়ী মায়ের মতো হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। ডাক্তারের সঙ্গে কথা বলে চিকিৎসার জন্য পুরো আড়াই লাখ টাকা দিয়েছেন তিনি।
জানা গেছে, এই হার্টের রোগে অসুস্থ ৫ বছরের শিশুর নাম জাহিদুল ইসলাম। সে কাশিপুর ভ্যান কলোনি এলাকার গার্মেন্টকর্মী পারভেজ মিয়ার ছেলে। জাহিদুলের হার্টে ছিদ্র ও ব্লক আছে।
শনিবার সালমা ওসমান লিপি ঢাকা পোস্টকে বলেন, ‘বাংলাদেশে একজনই ডাক্তার আছে যিনি এ ধরনের রোগীদের অপারেশন করেন। আমি ওই ডাক্তারের ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলে নিশ্চিত করি শিশুটির অপারেশনের জন্য। পরে ডাক্তার রাজি হয়েছেন।’
বিজ্ঞাপন
‘১৮ এপ্রিল ডা. সামসুদ্দিন দিপুর তত্ত্বাবাধানে মিরপুরে ন্যাশনাল হার্ট সেন্টারে জটিল অস্ত্রোপচারটি করা হবে। পরিবার থেকে ৫০ হাজার টাকা জোগাড় করেছে তবে বাকি টাকা আমি দিয়ে দিয়েছি। আশা করছি, আল্লাহর রহমতে শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ বলেন তিনি।
শিশু জাহিদুলের বাবা পারভেজ মিয়া বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়লে জাহিদুলকে ডাক্তার দেখানো হয়। ওই সময় ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জাহিদুলের হার্টে ছিদ্র ও ব্লক আছে বলে জানান। দ্রুত অপরাশেন করাতে হবে। অন্যথায় জাহিদুলকে বাঁচানো সম্ভব না। এর জন্য ডাক্তার ৩ লাখ টাকা খরচ হবে জানান।’
তিনি বলেন, ‘আমি গার্মেন্টে চাকরি করি। দিনে যখন যে কাজ করে যত টাকা পাই তা দিয়ে সংসার ঠিক মতো চলে না। সন্তানরে কীভাবে বাঁচাব? তারপরও যা কিছু ছিল সব বিক্রি করে ও মানুষের কাছ থেকে ধারদেনা করে ৫০ হাজার টাকা জোগাড় করি।’
তিনি আরো বলেন, ‘আরো আড়াই লাখ টাকা কোথায় পাব? এজন্য সন্তানকে বাঁচানোর আশাই ছেড়ে দিয়ে ছিলাম। ম্যাডামের সহায়তায় ছেলে সুস্থ হয়ে উঠবে। আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।’
রাজু আহমেদ/এমএসআর