লক্ষ্মীপুর-১
উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরিয়ে আনবো : পবন
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ঈগল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন। তবে তিনি ন্যায়বিচার পাননি বলে জানিয়ে, উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরিয়ে আনবেন বলে আশা ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে তিনি উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। একই বিষয়ে তিনি নিজের ফেসবুক আইডিতেও একটি পোস্ট করেছেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে পবন বলেন, আমি নিরপরাধী হওয়া সত্ত্বেও ন্যায়বিচার পাইনি। আমার ওপর জুলুম করা হচ্ছে..! তবে চিন্তার কোনো কারণ নেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং থাকবো। ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী, আগামী কালকের (৩ জানুয়ারি) মধ্যেই উচ্চ আদালতের মাধ্যমে আমি আমার প্রার্থিতা ফিরিয়ে নিয়ে আসবো। আমি রামগঞ্জ এর মানুষের দোয়ায় শেষ পর্যন্ত লড়ে যাবো ইনশাআল্লাহ। আমার নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা কেউ কারো সঙ্গে দয়া করে তর্কে জড়াবেন না। সব ধরণের বিশৃঙ্খলা এড়িয়ে চলুন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্বাচনী প্রচারণা বন্ধ রাখুন। সকলের প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঈগল প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রার্থী হয়েছি। তিনি যদি বলেন আমি নির্বাচন থেকে সরে যাবো। ইতোমধ্যে নৌকার কর্মীরা আমার সহধর্মিণীর ওপর হামলা করেছে। করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদসহ নৌকার কর্মীরা প্রচারণাকালে আমার কর্মীদের ওপর হামলা চালায়। বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ ডিসির অভিযোগের ভিত্তিতে উল্টো নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বাতিল করেছে। আমি ন্যায়বিচার পাইনি। আমি উচ্চ আদালতে যাবো৷
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অশোভন কথা বলেন বলে অভিযোগ উঠে। তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে হুমকি প্রদান করেন বলেও অভিযোগ উঠে।
এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩০ ডিসেম্বর ইসি সচিব বরাবর পত্র পাঠান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। তদন্তে সত্যতা পাওয়ায় রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ধারা ৯১ই এর কজ (২) এর বিধান অনুযায়ী লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি। এতে মঙ্গলবার (২ জানুয়ারি) পবনের প্রার্থিতা বাতিল করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে প্রার্থিতা বাতিলের ঘটনা এটি প্রথম।
হাসান মাহমুদ শাকিল/এমএসএ