বরগুনা-১ আসন
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে মামলা
বরগুনা-১ আসনে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদি হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমতলী থানায় এ মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুছ সালামের স্বাক্ষরিত এক চিঠিতে আমতলী উপজেলা নির্বাচন অফিসারকে এ মামলা করতে নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
মামলায় উল্লেখ করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের নির্বাচনী এলাকায় গত ২০ ডিসেম্বর প্রশাসনকে না জানিয়ে এই আসনের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে জনসভা করেন আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান। এ সময় একই আসনের কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু, উট পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেন।
এ ঘটনায় আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মনিরুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন বিষয়টি জানতে পারে। পরে নির্বাচন কমিশনের অনুসন্ধানে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
এ ছাড়া সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়-ভীতি প্রদান করে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩(২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৬(খ) ও ১১ এর বিধান লঙ্ঘন করেছে। এ কারণে পৌর মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করা হয়।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন কমিশন থেকে গতকাল বৃহস্পতিবার একটি চিঠি পেয়েছি। এতে পৌর মেয়রের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। আদেশ অনুযায়ী মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৌর মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মো. আব্দুল আলীম/এএএ