বরগুনা-১ আসনের (বরগুনা সদর, আমতলী ও তালতলী) নির্বাচনী এলাকার আমতলী উপজেলায় দুটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৫ জানুয়ারি) মধ্যরাতে আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা (কেন্দ্র নং ১৪৫) ও একই ইউনিয়নের আরপাঙ্গাসিয়া সরকারি বিদ্যালয়ে (কেন্দ্র নং ১৫৬) অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদরাসা নাইট গার্ড আফজাল মিয়া বলেন, শীতের কারণে আমি একটি রুমে থাকায় কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা আমি দেখিনি। তবে আগুনে পোড়া ধোয়ার গন্ধ পেয়ে রুম থেকে বের হয়ে আগুন জ্বলতে দেখি। পরে পানি দিয়ে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলি।

ওই এলাকার চৌকিদার মোবারক মিয়া বলেন, কাছাকাছি থাকায় আগুনের খবর পেয়ে আমিসহ আরও কয়েকজন ঘটনাস্থলে যাই। অগ্নিসংযোগের সঙ্গে সঙ্গেই আগুন নিভিয়ে ফেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হলেও তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। 

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, আমতলীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে এমন খবর আমরা এখনো পাইনি। ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরকে